📘 পাঠ্যক্রম পরিচিতি
আমাদের পাঠ্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেখুন
|
সমন্বিত শিক্ষা ব্যবস্থার রূপরেখা
|
শিশু শ্রেণি
(বয়সঃ ৫+ বছর। ক্লাসরুম সাইজঃ ৩০ জন)
- স্বল্প যায়গা হলেও একটা খেলাধুলার স্পেস থাকবে।
- দোলনা, স্লাইডার, ঢেঁকি বা এ জাতীয় স্পোর্টস ইন্সট্রুমেন্টস থাকবে।
- ক্লাসরুমে কালারফুল ইসলামিক ইমেজারি, দোয়া ও এলফ্যাবেটিকাল রিপ্রেজেন্টেশন থাকবে।
- এটি একটি Teacher Oriented Learning কারিকুলাম। ফলে অবশ্যই নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
|
সময় |
স্কুল কারিকুলাম |
নাজেরা ও দ্বীনিয়াত |
|
২.৩০ ঘন্টা (৩ টি ক্লাস ও ২০ মিনিট খেলাধুলার ব্রেক।) |
অনার্স/মাস্টার্স সম্পন্ন করা যোগ্য পুরুষ শিক্ষক দ্বারা এনসিটিবি বইয়ের কাভার টু কাভার পড়ানো। |
ছড়া সহ আরবী হরফ পরিচিতি। (নিজস্ব বা রেকমেন্ডেড বই) লাল কায়দার তাশদীদ অংশ পর্যন্ত বানান করে পড়ার যোগ্যতা তৈরী। |
|
হাতের লেখার হাতেখড়ি। |
সূরা ফাতিহা সহ মোট ৫টি সূরা মুখস্থ করিয়ে দেয়া। |
|
|
ইংরেজি, বাংলা ও গণিত হাতের লেখা সুন্দর করার জন্য হ্যান্ড রাইটিং স্পেশালিস্ট থাকা ও দৈনিক ফলোআপ। |
অর্থ সহ ৫টি হাদীস ও ৫টি কুরআনের আয়াত মুখস্থ। ওজুর ফরজ ও সুন্নাত মুখস্থ। |
|
|
রাইমস ও বাংলা কবিতা ওরাল ও হ্যান্ড যেশ্চারের মাধ্যমে শেখানো। |
আরবী হরফ ও হরফের বিভিন্ন রূপ পর্যন্ত লেখা শেখানো। |
|
|
বৃহস্পতিবার |
ক্লাসরুম কমান্ডস, ইন্ট্রোডিউস দাইসেলফ ও সিকিং পারমিশন এর ওপর স্পোকেন ইংলিশ ক্লাস। |
ইসলামি সঙ্গীত প্রশিক্ষণ। |
- ক্লাসরুমে শিক্ষক প্রায়শঃ নবী আঃ ও সাহাবা রাযিঃ দের বিভিন্ন ঘটনা বলবেন। আল্লাহ ও নবী সাঃ এর পরিচয় দিবেন।
- শিক্ষক অবশ্যই শিক্ষার্থী ও তার গার্ডিয়ানকে মাদ্রাসা কেন্দ্রিক করে তুলবেন। ফলে, শাসনের তুলনায় বেশি পরিমান টিফিন ও খেলাধুলার সুযোগ প্রদান করবেন, যেন শিক্ষার্থী স্বেচ্ছায় প্রতিষ্ঠানে আসতে আগ্রহী হয়।
- উৎসাহ বৃদ্ধি করার জন্য ক্যান্ডি, স্টিকার বা এ জাতীয় পুরষ্কার প্রদান করবেন।
প্রথম শ্রেণি
(বয়সঃ ৬+ বছর। ক্লাসরুম সাইজঃ ৩০ জন)
|
সময় |
স্কুল কারিকুলাম |
নাজেরা ও দ্বীনিয়াত |
|
৩.৪৫ ঘন্টা (৪৫ মিনিট করে ২টি স্কুল ক্লাস ও ১টি দ্বীনিয়াত ক্লাস। ১ ঘন্টার ১টি নাজেরা ক্লাস, ১৫ মিনিট মশক ও ১৫ মিনিট টিফিন ও খেলাধুলার ব্রেক।) |
অনার্স/মাস্টার্স সম্পন্ন করা যোগ্য পুরুষ শিক্ষক দ্বারা এনসিটিবি বইয়ের কাভার টু কাভার পড়ানো। |
লাল কায়দা সম্পন্ন করা ও আম্মা পারা নাজেরা শেষ করা। |
|
হাতের লেখা সুন্দর করার জন্য দৈনিক বাসায় লেখা দেয়া ও ফীডব্যাক। |
সূরা ফীল পর্যন্ত মোট ১০টি সূরা মুখস্থ করিয়ে দেয়া। |
|
|
রাইমস ও বাংলা কবিতা ওরাল ও হ্যান্ড যেশ্চারের মাধ্যমে শেখানো। |
নির্দিষ্ট সংখ্যক হাদীস, মাসনূন দোয়া, তাজবীদ ও মাসায়েল মুখস্থ করিয়ে দেয়া। (নুরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা বই) |
|
|
|
খাতায় লেখা দিয়ে আরবী মুরাক্কাব বা যুক্তবর্ণ পর্যন্ত লেখা শেখানো। |
|
|
বৃহস্পতিবার |
বই এর ৫৪টি ও বিভিন্ন সেক্ট এর আরো ৫০টি Noun- আর্টিকেল, ডেমোনেস্ট্রেটর ও অ্যাজেক্টিভ এর সাথে মিলিয়ে স্পোকেন ইংলিশ প্রাকটিস করানো। |
ইসলামি সঙ্গীত প্রশিক্ষণ। হাতে-কলমে নামাজ শিক্ষা। |
- বিভিন্ন কম্পিটিশন, কায়দা সমাপনী অনুষ্ঠান ও পরীক্ষায় কালারফুল ইসলামি বই উপহার দেয়া।
- শিক্ষক ক্লাসরুমে শিষ্টাচার, উপদেশমূলক ও কুরআনের সত্য ঘটনা বলবেন।
- ছেলেদের ধর্মীয় বিধিনিষেধ, মেয়েদের ধর্মীয় বিধিনিষেধ গুলো ব্যাখ্যা করে বলবেন ও মানতে উৎসাহ দিবেন।
- দৈনিক ১৫ মিনিট আরবী হরফের মশক করানো হবে।
দ্বিতীয় শ্রেণি
(বয়সঃ ৭+ বছর। ক্লাসরুম সাইজঃ ৩০ জন।)
|
সময় |
স্কুল কারিকুলাম |
নাজেরা ও দ্বীনিয়াত |
|
৫.১৫ ঘন্টা
(২ ঘন্টা নাজেরা প্রস্তুত করার ক্লাস। ১ ঘন্টার ১টি নাজেরা পড়া নেয়ার ক্লাস। ৪৫ মিনিট করে ২টি স্কুল ক্লাস। ৩০মিনিটেরএকটি দ্বীনিয়াত ক্লাস। ১৫ মিনিট টিফিন ও খেলাধুলার ব্রেক।) জামাতের সাথে নামাজ আদায় করে বাসায় যাওয়া। |
অনার্স/মাস্টার্স সম্পন্ন করা যোগ্য পুরুষ শিক্ষক দ্বারা এনসিটিবি বইয়ের কাভার টু কাভার পড়ানো। |
1 to 1 পদ্ধতিতে নাজেরা পড়ানো ও ব্রেইন অনুযায়ী নাজেরা সম্পন্ন করা। নিম্নে ১০-১৫ পারা নাজেরা সম্পন্ন করা। |
|
সৃজনশীল প্রশ্নে নিজের মত করে উত্তর দেয়ার পদ্ধতি শেখানো। |
মোট ২০টি সূরা মুখস্থ করানো ও দৈনিক ২টি করে সূরা মুখস্থ শোনা। |
|
|
|
নির্দিষ্ট সংখ্যক হাদীস, মাসনূন দোয়া, তাজবীদ ও মাসায়েল মুখস্থ করিয়ে দেয়া। (নুরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা বই) |
|
|
|
রেকমেন্ডেড ক্বারীর পড়া শুনিয়ে শুদ্ধ ও লাহান অনুযায়ী তেলাওয়াত শেখানো। |
|
|
বৃহস্পতিবার |
সাইফুর্স এর স্পোকেন বই ফলো করে স্পোকেন স্কিল ডেভেলপ করানো। |
ইসলামি সঙ্গীত প্রশিক্ষণ। কবিতা আবৃতি। |
- বিভিন্ন কম্পিটিশন, আম্মাপারা সমাপনী অনুষ্ঠান ও পরীক্ষায় কালারফুল ইসলামি বই উপহার দেয়া।
- শিক্ষক ক্লাসরুমে শিষ্টাচার, উপদেশমূলক ও কুরআনের সত্য ঘটনা বলবেন।
- ছেলেদের ধর্মীয় বিধিনিষেধ ও মেয়েদের সাথে কথা বলা বন্ধ করা, মেয়েদের ধর্মীয় বিধিনিষেধ ও পর্দার গুরুত্ব ব্যাখ্যা করে বলবেন ও মানতে বাধ্য করবেন।
- ছেলেদের পোষাক ও মেয়েদের পোষাকের পার্থক্য দেখাবেন ও ইসলামিক ড্রেসের প্রতি উৎসাহিত করবেন।
- মহল্লা/এলাকার সকল শিক্ষার্থীদের মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজে উৎসাহী করে তোলা। নামাজ শেষে নির্দিষ্ট শিক্ষকের সাথে মুসাফাহা করে বাসায় যাওয়ার অভ্যাস করানো।
- জুমুয়ার নামাজে খুতবা শুরু হওয়ার আগেই উপস্থিতি নিশ্চিত করা।
৩য়-৬ষ্ঠ শ্রেণি (বালক)
(বয়সঃ ৮+ থেকে ১৩+ বছর। ক্লাসরুম সাইজঃ ২২ জন।)
|
সময় |
স্কুল কারিকুলাম |
হিফজ ও দ্বীনিয়াত |
|
ফজর থেকে রাত ১০.১৫ পর্যন্ত। |
অনার্স/মাস্টার্স সম্পন্ন করা স্কিল্ড পুরুষ শিক্ষক দ্বারা এনসিটিবি বইয়ের প্রান্তিক মূল্যায়নকে সামনে রেখে পড়ানো। |
1 to 1 পদ্ধতিতে হিফজ পড়ানো ও ক্লাস ৫ এর মধ্যে হিফজ সম্পন্ন করানোর চেষ্টা করা। সর্বোচ্চ সময় ক্লাস ৬। |
|
দৈনিক ১ ঘন্টা করে ২টি সাব্জেক্টের ক্লাস করানো। |
দৈনিক হিফজের ৪টি পড়া আদায় করা। |
|
|
শুধুমাত্র গণিত ও ইংরেজির হোমওয়ার্ক দেয়া হবে ও শিক্ষক তত্ত্বাবধায়নে ৪৫ মিনিট হোমওয়ার্ক করানো। |
দৈনিক আসরের পর তা’লীম ও এ’লান এর অভ্যাস গড়ে তোলা। ফজর ও মাগরিবের পর সকল মাসনূন আমলের অভ্যাস করা। |
|
|
পর্যাপ্ত হ্যান্ড নোটস ও প্রয়োজনীয় নোটস রেডি করে দেয়া। গাইড ফলো না করা। |
সপ্তাহে অন্তত একবার তরবিয়তী বয়ান ও ঈমানী আলোচনা করা। |
|
|
বৃহস্পতিবার ১.৩০ ঘন্টা |
সাইফুর্স এর স্পোকেন বই ফলো করে স্পোকেন স্কিল ডেভেলপ করানো। (রবিবার ও বৃহস্পতিবার) |
ইসলামি সঙ্গীত প্রশিক্ষণ। বক্তৃতা শেখানো। |
- বিভিন্ন কম্পিটিশন, অনুষ্ঠান ও পরীক্ষায় আক্বীদা ও ঈমান ভিত্তিক ইসলামি বই উপহার দেয়া।
- শিক্ষক ক্লাসরুমে শিষ্টাচার ও উপদেশমূলক নির্দেশনা দিবেন।
- ছেলেদের সকল ধর্মীয় বিধিনিষেধ, নামাজ, ওজু ও পিতামাতার সাথে সদাচারণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবেন।
- হারাম-হালালের পার্থক্য সামনে আনবেন।
- সমসাময়িক বিভিন্ন ফিতনা সম্পর্কে যোগ্য উস্তাদ খুব হালকা ভাবে সাবধান করবেন।
- জাহান্নামের শাস্তির ভয় ও জান্নাতের পুরষ্কারের লোভ দেখাবেন।
- ছেলেদের পোষাক ও মেয়েদের পোষাকের পার্থক্য দেখাবেন ও ধর্মীয় পোষাক পরিধানে বাধ্য করবেন।
- ৫ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায়ে কঠোর হবেন।
- মসজিদের আদব রক্ষার্থে সচেতন করবেন।
- জুমুয়ার নামাজে খুতবা শুরু হওয়ার আগেই উপস্থিতি নিশ্চিত করবেন।
৭ম-৮ম শ্রেণি (বালক)
(বয়সঃ ১৩+ থেকে ১৫+ বছর। ক্লাসরুম সাইজঃ ৩০ জন।)
|
সময় |
স্কুল কারিকুলাম |
শুনানী ও দ্বীনিয়াত |
|
১০ ঘন্টা
(হিফজ রিভিশন ক্লাস ১.৩০-২ ঘন্টা। ফরজে ইলম ক্লাস ২ ঘন্টা। স্কুল পিরিয়ড ৬ ঘন্টা। নামাজ ও লাঞ্চ ব্রেক ১ ঘন্টা) |
অনার্স/মাস্টার্স সম্পন্ন করা স্কিল্ড ও এক্সপেরিয়েন্সড পুরুষ শিক্ষক দ্বারা এনসিটিবি বই কাভার টু কাভার পড়ানো। |
৫ খতম না হওয়া পর্যন্ত দৈনিক শুনানী চালু রাখা। হয়ে গেলে দৈনিক ৩ পারা তেলাওয়াত এ অভ্যস্ত করা। |
|
সকল সাব্জেক্টস এর উইকলি ক্লাস টেস্ট রাখা। ফ্রি হ্যান্ড রাইটিং এ পারদর্শী করে তোলা। গণিত অলিম্পিয়াডের জন্য প্রিপেয়ার করা। |
৬ষ্ঠ শ্রেণিতেঃ (IOM) প্রাথমিক আক্বায়িদ (ক্বওমী) ও প্রাথমিক ফিক্বহ (ক্বওমী)। এসো আরবী শিখি (১ ও ২) ও মীযানুস সরফ। |
|
|
সাপোর্ট গাইডস ও মডেল কোয়েশ্চেন করানো। |
সপ্তম শ্রেণিতেঃ ফেরাক্বায়ে বাতেলা (সাম্প্রতিক), মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, সীরাতে রাসূল সাঃ (সংক্ষিপ্ত)। এসো আরবী শিখি ৩য় খন্ড ও এসো নাহব শিখি। |
|
|
নোটস দেয়া ও ডিকশনারি পড়া শেখানো। |
সপ্তাহে অন্তত একবার ইসলাহী বয়ান ও ঈমানী আলোচনা করা। |
|
|
বৃহস্পতিবার ১.৩০ ঘন্টা |
ডিবেটিং ও পাবলিক স্পিকিং-এ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পারদর্শী করে তোলা। |
|
- প্রাত্যহিক কাজঃ রান্না করা। পানির কল লাগানো। কাপড় ছিঁড়ে গেলে সেলাই করা- ইত্যাদি স্কিল শেখানো।
- কম্পিউটার স্কিলঃ মাইক্রোসফট অফিস, প্রিন্টিং, বাংলা-ইংরেজি টাইপিং, ফাইল কপি-পেস্ট, ফোল্ডার তৈরী ইত্যাদি শেখানো।
- গাছ লাগানো, আগাছা পরিষ্কার ও বাগানের যত্ন নেয়া শেখানো।
- লাইব্রেরিমুখী করে তোলা ও বুক রিডিং গ্রুপ তৈরি করা।
৯ম-১০ম শ্রেণি (বালক)
(বয়সঃ ১৫+ থেকে ১৭+ বছর। ক্লাসরুম সাইজঃ ৩০ জন।)
|
সময় |
স্কুল কারিকুলাম |
শুনানী ও দ্বীনিয়াত |
|
১০ ঘন্টা
(হিফজ রিভিশন ক্লাস ১ ঘন্টা। ফরজে ইলম ক্লাস ২ ঘন্টা। স্কুল পিরিয়ড ৫ ঘন্টা। নামাজ ও লাঞ্চ ব্রেক ১ ঘন্টা) |
অনার্স/মাস্টার্স সম্পন্ন করা স্কিল্ড ও এক্সপেরিয়েন্সড পুরুষ শিক্ষক দ্বারা এনসিটিবি বই কাভার টু কাভার পড়ানো। |
দৈনিক ৩ পারা তেলাওয়াত এ অভ্যস্ত করা। |
|
সকল সাব্জেক্টস এর উইকলি ক্লাস টেস্ট রাখা। ফ্রি হ্যান্ড রাইটিং এ পারদর্শী করে তোলা। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ। |
৯ম শ্রেণিতেঃ আক্বীদাতুত ত্বহাবী। আহকামে জিন্দেগী। হাদীস অধ্যয়নের মূলনীতি। |
|
|
সাপোর্ট গাইডস ও মডেল কোয়েশ্চেন করানো। এক্সটেম্পোর স্পীচ ও রাইটিং এ অভ্যস্ত করা। |
১০ম শ্রেণিতেঃ সহজ তাফসীরুল কুরআন। মিশকাতুল মাসাবীহ থেকে আলোচনা। |
|
|
নোটস দেয়া ও ডিকশনারি পড়া শেখানো। |
সপ্তাহে অন্তত একবার ইসলাহী বয়ান ও ঈমানী আলোচনার মজলিশ। |
|
|
বৃহস্পতিবার ১.৩০ ঘন্টা |
ডিবেটিং ও পাবলিক স্পিকিং-এ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পারদর্শী করে তোলা। |
|
- প্রাত্যহিক কাজঃ রান্না করা। পানির কল লাগানো। কাপড় ছিঁড়ে গেলে সেলাই করা- ইত্যাদি স্কিল শেখানো।
- কম্পিউটার স্কিলঃ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, বাংলা-ইংরেজি টাইপিং, মেইল করা ইত্যাদি শেখানো।
- আজান দেয়ার পদ্ধতি ও নামাজের ইমামতি শেখানো।
- লাইব্রেরিমুখী করে তোলা ও বুক রিডিং গ্রুপ তৈরি করা।
৩য়-৫ম শ্রেণি (বালিকা)
(বয়সঃ ৮+ থেকে ১২+ বছর। ক্লাসরুম সাইজঃ ২৫ জন।)
- আমাদের কারিকুলামে মেয়েদের হিফজ আবশ্যকীয় না। ফলে, শুদ্ধ ভাবে নাজেরা সম্পন্ন ও ৩ পারা হিফজ করানো হবে।
- বালিকা বিভাগ সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কোন অবস্থাতেই আবাসন ব্যবস্থা থাকবেনা।
- যে সকল শিক্ষার্থীরা হিফজ করতে চায়, তাদের সেই ফ্যাসিলিটি দেয়া হবে। সেজন্য তাকে বাসা ও একাডেমি মিলিয়ে ২৪ ঘন্টার একটা রুটিন দেয়া হবে। শিক্ষার্থীর অভিভাবক বাসার অংশের দায়িত্ব গ্রহণ করবেন।
- বাসায় হিফজ হয়না বা বাসায় হাফেজ নাই তাই হিফজ পড়ানো যাবে না- এগুলো ভিত্তিহীন কথা। প্রয়োজনীয় তথ্য একাডেমিতে যোগাযোগ করে জেনে নেয়া যাবে।
|
সময় |
স্কুল কারিকুলাম |
নাজেরা/হিফজ ও দ্বীনিয়াত |
|
সকাল ৭টা থেকে বিকাল ৫টা
(স্কুল ক্লাস ১ঘন্টা করে ২টি। দ্বীনিয়াত ক্লাস ৪০ মিনিট করে ২টি। বাকি সময় কুরআন হিফজ ও নাজেরা।) |
অনার্স/মাস্টার্স সম্পন্ন করা স্কিল্ড ও ধার্মিক মহিলা শিক্ষিকা দ্বারা এনসিটিবি বইয়ের প্রান্তিক মূল্যায়নকে সামনে রেখে পড়ানো। |
1 to 1 পদ্ধতিতে নাজেরা/হিফজ পড়ানো ও ক্লাস ৫ এর মধ্যে হিফজ সম্পন্ন করানোর চেষ্টা করা। |
|
দৈনিক ১ ঘন্টা করে ২টি সাব্জেক্টের ক্লাস করানো। |
যারা হিফজ করবেনা, তাদেরকে ৩য় শ্রেণিতে নাজেরা পড়ানো। ৪র্থ ও ৫ম শ্রেণিতে ২৮-৩০ নং পারা হিফজ ও মা’মূলাতের ৫টি বড় সূরা হিফজ করানো। |
|
|
শুধুমাত্র গণিত ও ইংরেজির হোমওয়ার্ক দেয়া হবে। অন্যান্য বিষয় ক্লাসেই সম্পন্ন করা। |
দৈনিক হিফজের ৪টি পড়া আদায় করা। |
|
|
পর্যাপ্ত হ্যান্ড নোটস ও প্রয়োজনীয় নোটস রেডি করে দেয়া। গাইড ফলো না করা। |
৩য় শ্রেণিতেঃ প্রাথমিক আক্বায়িদ (ক্বওমী) ও তা’লীমুল ইসলাম ১-৩। ৪র্থ শ্রেণিতেঃ আহকামুন নিসা, সীরাতে রাসূল সাঃ (সংক্ষিপ্ত)। ৫ম শ্রেণিতেঃ আহকামুন নিসা। ফয়জুল কালাম। দাওয়াহ। |
|
|
বৃহস্পতিবার ১.৩০ ঘন্টা |
সাইফুর্স এর স্পোকেন বই ও একাডেমির নোট ফলো করে স্পোকেন স্কিল ডেভেলপ করানো। দাওয়াতের পদ্ধতি শিক্ষা। (রবিবার ও বৃহস্পতিবার) |
|
- বিভিন্ন কম্পিটিশন, অনুষ্ঠান ও পরীক্ষায় আক্বীদা ও ঈমান ভিত্তিক ইসলামি বই উপহার দেয়া।
- উস্তাযাহ ক্লাসরুমে শিষ্টাচার ও উপদেশমূলক ধর্মীয় নির্দেশনা দিবেন।
- মেয়েদের সকল ধর্মীয় বিধিনিষেধ, নামাজ, ওজু ও পিতামাতার সাথে সদাচারণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবেন।
- সমসাময়িক বিভিন্ন ফিতনা সম্পর্কে উস্তাযাহ শ্রেণি অনুযায়ী ভাষায় সাবধান করবেন।
- ছেলেদের পোষাক ও মেয়েদের পোষাকের পার্থক্য দেখাবেন ও খাস পর্দা পরিধানে বাধ্য করবেন।
- ৫ ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায়ে কঠোর হবেন।